Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভারতের ওপর আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন শুল্ক আরোপ নিয়ে দেশটিকে প্রচুর সময় দেওয়া হয়েছে। শুল্ক আরোপ আর মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বৈষম্য। ২০১৬ সালে দেশদুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। তবে ট্রাম্প প্রশাসন চায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে নেমে আসুক। আর ঘাটতিতে পড়ুক ভারত। গত ৫ জুন ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সুবিধার আওতায় ৫৬০ কোটি ডলার পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত ভারত। জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুন্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় ২৮টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে দিল্লি। এই শুল্ক প্রত্যাহার করে নিতে গত মাসে ভারতকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মঙ্গলবার টুইট বার্তায় ভারতের শুল্ক আরোপের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারত পর্যাপ্ত সময় পেয়েছে। এটা আর গ্রহণযোগ্য হবে না!’ মার্কিন পণ্যে ভারত উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে বলে অতীতেও অভিযোগ করেছেন ট্রাম্প। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ