Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আলোচনার বার্তা ইরানের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আটক লেবাননের নাগরিক নিজার জাক্কাকে মুক্তি দিয়েছে ইরান। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মধ্যস্থতায় ২০১৯ সালের ১১ জুন তাকে মুক্তি দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নিজার জাক্কা লেবানিজ নাগরিক হলেও পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। পরে তিনি দেশটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার মুক্তির বিষয়টি সম্পর্কে জ্ঞাত তিনটি পশ্চিমা সূত্র রয়টার্সকে জানিয়েছে, তার মুক্তিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এক ধরনের আলোচনার বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কংগ্রেস ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরেই নিজার জাক্কা-র মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছিল। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকায় সে প্রচেষ্টা সফল হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নিজার জাক্কা মার্কিন সামরিক বাহিনীর ইরান সংক্রান্ত তথ্যের ধনভান্ডার ছিলেন। যদিও নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মুক্তির পর নিজার জাক্কা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তার কাছে নিজের মুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বন্ধুত্বের বার্তা বলেই মনে হয়েছে। দৃশ্যত নিজার জাক্কা-এর মুক্তি দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিতে চাইছে তেহরান। আর সেটি হচ্ছে তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ