Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে কলেরায় আক্রান্ত ৫ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় ৫ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটি জানায়, ২০১৮ সালে এ সংখ্যা ৩ লাখ ৮০ হাজার থাকলেও এ বছর বেড়ে ৪ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। শুধু এ বছরেই কলেরায় আক্রান্ত হয়ে ৭শ পাঁচ জনের মৃত্যু হয়েছে যা গত বছরের চেয়ে অনেক বেশি বলে জানান জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক। গত বছর ছয় মাসে কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৫ জনের। ইয়েমেনে সম্প্রতিক রক্তক্ষয়ী যুদ্ধ, অনিরাপদ পানি এবং বর্জ্য নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে দেশটিতে কলেরা মহামারীর আকার ধারণ করেছে বলেও জানান তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ