মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে বয়সে খেলার মাঠে সময় কাটানোর কথা সেই বয়সে এক শিশু শতাধিক বইয়ের লেখক! অবাক লাগলেও ভারতের উত্তর প্রদেশের এই কিশোর এই বয়সে করে ফেলেছেন বেশ কিছু বিশ্বরেকর্ডও। এরই মধ্যে ধর্ম, আত্মজীবনীসহ ১৩৫টি বই লিখে ফেলেছে সে। উত্তরপ্রদেশের কিশোর মৃগেন্দ্র রাজ। মাত্র ৬ বছর বয়সে সে তার প্রথম বই লিখে ফেলে। অন্য অনেক লেখকের মতো মৃগেন্দ্র রাজও লেখে তার ছদ্মনামে। সে তার সবগুলো বই লিখেছে ‘আজ কি অভিমন্যু’ অর্থাৎ ‘আজকের অভিমন্যু’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী লেখার পাশাপাশি বেশ কিছু ধর্মীয় বইও লিখেছে মৃগেন্দ্র। গণমাধ্যমে সে বলেছে, ‘রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে আমি বই লিখেছি। প্রতিটি বইয়ে রয়েছে ২৫ থেকে ১০০টি করে পাতা। আমি এরই মধ্যে লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার অফারও পেয়েছি আমি।’ উত্তরপ্রদেশের বাসিন্দা মৃগেন্দ্র রাজের মা সুলতানপুরে একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। তিনি জানান, ছোটবেলা থেকেই তার ছেলের লেখার প্রতি আসক্তি ছিল এবং মা হিসেবে তিনি ছেলের সেই আসক্তিকে আরও উৎসাহিত করেছেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।