প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে নতুন হলেও ছোট পর্দায় যে কয়েকজন শিল্পী ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে ফারজানা রিক্তা অন্যতম। শুধু অভিনয়ই নয় বিভিন্ন কো¤পানির বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা যায়। এই ধারাবাহিকতায় সম্প্রতি দেড় বছর পর নতুন একটি পণ্যের মডেল হয়েছেন রিক্তা। টিটো রহমানের পরিচালনায় প্রাণ আরএফএল গ্রæপের রিগাল মেটাল ফার্নিচারের বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন তিনি। বিজ্ঞাপনটিতে রিক্তার সহশিল্পী হিসেবে রয়েছেন মনোজ কুমার। রিক্তা বলেন, দেড় বছর পর মডেলিং করলাম। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় মডেল হয়েছি। আশা করছি, দর্শক পছন্দ এদিকে নাটকে অভিনয় নিয়ে রিক্তা এখন বেশ ব্যস্ত। দীপ্ত টিভির খুঁজে ফিরি তাকে নামের একটি সিরিয়ালে অভিনয় করছেন। কয়েকদিন আগে এক ঘন্টার নাটক টার্গেট, স্বপ্নের কাছাকাছি, লাস্ট ওয়ান-এর কাজ শেষ করেছেন। উল্লেখ্য, রিক্তাকে এর আগে গ্রামীণফোন, বাংলাদেশ মেলামাইন, সার্ফ এক্সেল, শাহ সিমেন্ট, প্যারাসুট তেল, বাংলা লায়ন মডেমসহ প্রাণ আরএফএল-এর বেশ কিছু পণ্যের মডেল হিসেবে দেখা গেছে। গত বছর তার অভিনীত প্রথম সিনেমা কার্তুজ মুক্তি পায়। এরপর আর কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।