Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ১০ জন শ্রমিক আহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৩:২০ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ১০ জন শ্রমিক আহত হয়েছেন । সূত্র মতে, মঙ্গলবার দিবাগত রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আব্দুর লতিফের পুত্র আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের পুত্র আমির হোসেন (৩৫), শহরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুর সাত্তার শেখের পুত্র রইস উদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর পুত্র ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জের শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুর রহমানের পুত্র আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর পুত্র হাবিবুর রহমান (৪৬), ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর পুত্র মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন (৩৩) এবং পাবনার আতাইকুলা থানার খালেকের পুত্র ইসাহাক আলী (৩৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, বিপিএম,পিপিএম, ঘটনার সত্য্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ফিরোজের অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দিবাগত রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ