প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এতে শোবিজ অঙ্গনের তারকাদের অংশগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মেয়র সাইদ খোকনের আমন্ত্রণে অংশ নেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ বেশ কয়েকজন তারকা। গত মঙ্গলবার মেয়র সাইদ খোকনের আহŸানে সাড়া দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মিম। নগর জুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া প্রসঙ্গে মিম বলেন, এই শহর আমার, আপনার, সকলের। আমরাই পারি আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখতে। নিজের দায়িত্ববোধ থেকেই ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে আমরা অভিযানে অংশগ্রহণ করেছি। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি চলচ্চিত্র তারকাদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। এতে অংশ নয়েছিলেন নিপুণ, মীর সাব্বিরসহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।