Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজভ্যালির তদন্তে তলব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রোজভ্যালি কান্ডের তদন্তে মদন মিত্রের পর এ বার টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তাকে সমন পাঠিয়ে আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন। রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে। কেন তিনি সেই অনুষ্ঠানগুলিতে গিয়েছিলেন, এ জন্য দু’পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সবই খতিয়ে দেখছে ইডি।

জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরে রোজভ্যালি মালিক গৌতম কন্ডুকে কয়েক দফায় জেরা করেছে ইডি। সোমবার কয়েক দফায় জেরা করা হয়েছে মদন মিত্রকে। জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও তলব করা হয়েছে। ১২ জুলাই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে বীরভ‚মের সাংসদকে। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ