Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা বৃষ্টিতে রাস্তা ডুবে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১:০৪ পিএম | আপডেট : ৩:১২ পিএম, ৯ জুলাই, ২০১৯

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আসা বাসগুলো আটকা পড়েছে বাজালিয়ায়। যাত্রীরা পানিতে ডুবে থাকা সড়কের প্রায় আধা কিলোমিটার অংশ ভ্যান, নৌকা এবং পায়ে হেঁটে পার হচ্ছেন।
গত শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বাজালিয়ায় সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন, ‘বান্দরবান- চট্টগ্রামের বাজালিয়ার সড়কটি উঁচু করার কথা ছিল। কিন্তু গত বছরের অক্টোবর মাস থেকে আমরা এ সড়কটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। আমরা তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাজালিয়ার এ সড়কটি উঁচু করতে অনুরোধ জানিয়েছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ