Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতব্যাপী ত্রাসের রাজস্ব কায়েম করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টি সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর বর্বরোচিত অত্যাচার-নির্যাাতন চালিয়ে ভারতব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিজেপি কর্মীদের সূচিত ও লালিত সন্ত্রাস মুসলিম নাগরিক জীবনকে যে বিপন্ন করে তুলেছে। জয় শ্রীরাম স্লোগান না দেয়ায় কোলকাতায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলা দেয়া, গরুর গোশত বিক্রির দায়ে আসামের বিশ্বনাথ জেলায় এক মুসলিমকে মারধর করে শুকরের মাংস খাওয়ানো ছাড়াও উত্তর প্রদেশ, গুজরাট, ঝাড়খন্ডে মুসলিম বিরোধী অপতৎপরতা তারই প্রকৃষ্ট প্রমাণ।

তিনি বলেন, ভারতে হিন্দুত্ববাদী ও চরম উগ্রবাদী বিজেপি কর্মীদের সংখ্যালঘু মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের চিত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি সম্প্রতি সিলেটের জিন্দাবাজারস্থ একটি হোটেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিলেট বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট বিভাগীয় সমন্বয়ক মাওলানা আসলাম হোসেন রহমানীর সভাপতিত্বে ও মাওলানা মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা এএকেএম আশরাফুল হক, মাওলানা ক্বারী আবু ইউছুফ, মৌলভীবাজার সভাপতি মাওলানা সাইদুর রহমান নিজামী, হবিগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা আবু ছালেহ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, ভারতীয় মুসলিম জনগোষ্ঠীকে রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতব্যাপী ত্রাসের রাজস্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ