Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত ধর্মবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : বিতর্কিত শিক্ষানীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ তে ধর্মীয় শিক্ষাকে সংকোচন করার প্রতিবাদে গতকাল ফেনী জেলা হেফাজতে ইসলামের উদ্যেগে বাদ জুমা এক বিক্ষোভ মিছিল বের হয়। জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উক্ত মসজিদের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় হেফাজত নেতৃবৃন্দ উক্ত ধর্মবিরোধী শিক্ষানীতি থেকে সরকারকে সরে আসার জন্য কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। হেফাজত নেতৃবৃন্দ বলেন, বিতর্কিত ইসলাম বিমুখ শিক্ষানীতি ২০১০ অনুসারে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলোতে ইসলামী ভাবধারার প্রবন্ধ, গল্প, কবিতাসহ বিভিন্ন শিক্ষামুলক বিষয়গুলো বাদ দেয়া হচ্ছে। এর পরিবর্তে ধর্মহীন এবং বিতর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে লাখ লাখ মুসলিম জনতার অন্তরে আঘাত লেগেছে। ৯৫ ভাগ মুসলমানের দেশে সরকার কাদের খুশি করার জন্য এমন মিশন হাতে নিয়েছে তা বোধগম্য নয় বলে উল্লেখ করে ফেনী হেফাজত। স্কুল-কলেজের বর্তমান ইসলাম বিমুখ শিক্ষা ব্যবস্থার আইনী ভিত্তিদান এবং কওমী মাদরাসাগুলোকে নিয়ন্ত্রণে নেয়ার অসৎ উদ্দেশে তড়িঘড়ি করে সরকার প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ পাস করার যে উদ্যোগ নিয়েছে তার তীব্র নিন্দা জানান ফেনী হেফাজত নেতৃবৃন্দ। সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। জেলা হেফাজতের সাধারণ সম্মাদক মুফতি রহীমুল্লাহ কাছেমীর সভাপতিত্বে ও মাও. আবদুল মন্নানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাও. আবুল কাশেম, মুফতি কাশেম, মাও. জাফর আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আবদুল হাই, মুফতি ইলিয়াছ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতর্কিত ধর্মবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ