বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগে যারা কাজ করবে, তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে এবং অগ্রাধিকার বলে দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদেরকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাকুরীর ব্যবস্থা করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীর বরাবরে সুপারিশ করা হবে। আগে প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে ৫/৬ দিন আগে জানা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে দুর্যোগের ৩/৪ দিন আগেই জানা সম্ভব হচ্ছে। মন্ত্রী গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ‘প্রথম জাতীয় ডিজাস্টার রেসপন্স স্কাউটস ক্যাম্প-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, স্কাউটস এর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।