মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাতার থেকে হজে গমণকারীদের নতুন নিয়মের আওতায় আনছে সউদী আরব। এখন থেকে কাতারের নাগরিকদের ‘ইলেকট্রনিক গেটস’ নামের এক ধরনের পদ্ধতির মাধ্যমে হজের নিবন্ধন করতে হবে। শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রীরাই জেদ্দার শাহ আব্দুল আজিজ বিমানবন্দর ও মদীনার মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সউদী আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন আল আরাবিয়্যাহকে বলেন, কাতার থেকে যারা হজে আসতে চান তাদের স্বাগত জানাচ্ছি। তবে আগামী কিছুদিনের মধ্যে নতুন নিয়ম চালু করার ঘোষণা দেয়া হবে। বছর দুয়েক আগে গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় ছোট্ট দেশটির বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপ করে সউদী আরব। দোহার বিরুদ্ধে রিয়াদের অভিযোগ, সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিম ব্রাদারহুডকে সহায়তার মাধ্যমে সউদী আরবের প্রভাব ক্ষুণœ করতে চাচ্ছে কাতার। দু’দেশের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়। হজ ও ওমরাহর উদ্দেশে আগত কাতারি নাগরিকদের নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিচ্ছে সউদী আরব। এদিকে নতুন এ উদ্যোগে কাতারের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ করেছেন সউদীর হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন। তিনি বলেন, এর আগেও এ ধরনের ওয়েবসাইটের মাধ্যমে এই পদ্ধতি চালু করার চেষ্টা করলেও দোহা কর্তৃপক্ষ সেই ওয়েবসাইট নিষিদ্ধ করেছে। কাতারি নাগরিকদের হজের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেশটির সরকার বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি করছে বলেও অভিযোগ সউদী হজ মন্ত্রীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।