Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপে পড়বে -আইবিএফবি

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : অর্থমন্ত্রীর প্রস্তাবিত রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে উচ্চাভিলাষী, বিশেষতঃ বিগত বছরগুলিতে এনবিআর কর্তৃক রাজস্ব আদায়ের প্রকৃত চিত্র বিশ্লেষণ করলে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান। বাজেটের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্যবসায়ী সমাজের দাবি অনুযায়ী প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন চালু না করে বিদ্যমান প্যাকেজ ভ্যাটের সুযোগ অব্যাহত রাখা ও ভ্যাটের আওতা বৃদ্ধি করা একটি প্রশংসনীয় দিক। কিন্তু প্যাকেজ ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করার কারণে বিশেষতঃ ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের উদ্যোক্তারা আর্থিক চাপের মুখে পড়তে পারেন, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। এ কারণে প্রস্তাবিত বাজেটে বিদ্যমান ভ্যাট ব্যবস্থা অব্যাহত রাখা যেতে পারে।
তিনি বলেন, আগামী দিনগুলিতে উন্নয়ন ব্যয় যথাযথভাবে বাস্তবায়নে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যদিকে সরকারি, বেসরকারি কিংবা সরাসরি বিদেশী বিনিয়োগ কাঙ্খিত পর্যায়ে উন্নীত করা না গেলে সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসবেনা যা পক্ষান্তরে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপে পড়বে -আইবিএফবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ