Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইয়াবা কারবারির ১০ বছর কারাদন্ড

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৫:১৩ পিএম

এক রোহিঙ্গা ইয়াবা কারবারির ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দেড় লক্ষ পিচ ইবাবা টেবলেট বহনের অপরাধে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান ওই রোহিঙ্গাকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

সোমবার ৮ জুলাই আদালত এ রায় ঘোষনা করেন।

দন্ডিত আসামী হচ্ছেন-মায়ানমারের মংডুর জমির আহমদের পুত্র মোঃ রহমত উল্লাহ। মামলার সংক্ষিপ্ত বিবরন হলো-দন্ডিত রোহিঙ্গা মোঃ রহমত উল্লাহ’র কাছ থেকে ২০১৫ সালের ৬ অক্টোবর টেকনাফ এক নম্বর স্লুোইস গেইটের নাফ নদীর পাশ থেকে ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ তাকে বিজিবি গ্রেপ্তার করে। 

এ ঘটনায় বিজিবি’র নায়েব সুবেদার শামসুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর এসটি: ৬১৭/২০১৬ ইংরেজী। মামলাটির সাক্ষ্য গ্রহন ও শুনানী শেষে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারা মতে এ দন্ডাদেশ দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ