বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৮ জুলাই) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের হোসেন শেখের ছেলে রাব্বি শেখ (১৮) ও সৈয়দমহল্লার গ্রামের মোহাম্মাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।
পুলিশ জানায়, সকালে বাগেরহাটের মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী রাব্বি নিহত হন। পরে আহত অবস্থায় অপর পথচারী জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।