বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুলাল (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয়দের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গেছেন তিনি।
সোমবার (৮ জুলাই) ভোরে এ হত্যার ঘটনা ঘটে। নিহত দুলাল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের শফিকের ছেলে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত ১৭৮ মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যান। এসময় ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছুড়লে দুলাল গুরুতর আহত হন। তার সহযোগীরা দুলালকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসার পথে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। এসময় তারা মরদেহ ভারতীয় সীমানায় ফেলে পালিয়ে আসেন।
সোমবার সকালে এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহ ভারতীয় সীমানাতেই পড়ে ছিল।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কফিল উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানিয়েছেন বিএসএফের গুলিতে দুলালের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।