মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৭ বছর জেলে বন্দি থাকার পরে একমাসের জন্য জামিনে মুক্তি পেতে চলেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত নলিনী শ্রীহরণ। শুক্রবার তার জামিনের আবেদন মঞ্জুর করে মাদ্রাস হাই কোর্ট। এজলাসে এদিন উপস্থিত থেকে আদালতের নির্দেশ শোনেন নলিনী।
গত ২৫ জুন আদালতে উপস্থিত থেকে নিজের জামিনের আবেদনের জন্য সওয়াল করার অনুমতি পান নলিনী। মেয়ের বিয়ের জন্য ৬ মাসের জন্য তিনি মুক্তি চান। উল্লেখ্য, কারাগারের ভিতরে জন্ম নিয়েছিল সেই কন্যা সন্তান। উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পরে আপাতত সে বিদেশে দাদা-দাদির সঙ্গে বসবাস করে। নলিনীর স্বামীও, রাজীব গান্ধী হত্যা মামলায় জড়িত মুরুগান ওরফে শ্রীহরণ বেশ কয়েক বছর যাবৎ ভেলোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
এর আগে ২৫ ফেব্রুয়ারি নলিনীর এবং ২২ মার্চ নলিনীর মায়ের করা আবেদন খারিজ করে দেয় রাজ্য প্রশাসন। গত ফেব্রুয়ারি মাসে জেল কর্তৃপক্ষের কাছে করা আবেদনে নলিনী জানান, প্রত্যেক বন্দির জন্য দুই বছর অন্তর বরাদ্দ করা একমাসের জন্য মুক্তির সুবিধা তিনি কখনও পাননি। আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।
উল্লেখ্য, ১৯৯১ সালের রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত হওয়ার পরে নলিনী-সহ সাত জনকে মৃত্যুদন্ড দেয় আদালত। কিন্তু তা কার্যকরের আগেই নলিনী সন্তান জন্ম দিলে সনিয়া গান্ধীর অনুরোধে ২০০০ সালে সাত জনেরই মৃত্যুদন্ড বাতিল করে যাবজ্জীবন কারাদন্ডে পরিবর্তন করে তামিলনাডু সরকার। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।