Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার লক্ষ্য চীনা রেল স্টেশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিতর্কিত রেল স্টেশনের বাইরে সমাবেশের পরিকল্পনা করেছে। এই স্টেশন থেকে চীনের মূল ভূখন্ডে দ্রুত গতির ট্রেন ছেড়ে যায়। বেইজিংপন্থী নেতাদের চাপে ফেলতেই তারা এ পরিকল্পনা করেছে বলে খবরে বলা হয়েছে। গত সোমবার পার্লামেন্টে হামলা ভাঙচুরের পর এই সমাবেশের পরিকল্পনা বিক্ষোভকারীদের বড়ো ধরণের প্রথম পদক্ষেপ। প্রত্যার্পন বিলের প্রতিবাদে গত প্রায় একমাস ধরে হংকংয়ে কখনও শান্ত কখনও সহিংস বিক্ষোভ চলছে। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে কর্তৃপক্ষ বিলটি পাশ করা থেকে বিরত থাকলেও গণতান্ত্রিক সংষ্কারসহ বিলটি বাতিল এবং পুলিশের টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপের নিরপেক্ষ তদন্ত, গ্রেফতারকৃতদের ক্ষমা ও নগরীর অনির্বাচিত নেতা ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে চীন ল্যামকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। একইসঙ্গে বেইজিং পার্লামেন্টে হামলা ও অন্যান্য সহিংসতায় জড়িতদের ধরতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। সিম শা সুই পোনিায় বিকেল তিনটায় এ সমাবেশের ডাক দেয়া হয়েছে। পোনিাটি চীনা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই তারা এ পোনিায় সমাবেশটির ডাক দিয়েছে। কারণ চীনের অভ্যন্তরে হংকং বিক্ষোভকে সহিংসতা ও বিদেশী অর্থায়নের চক্রান্ত বলে সংবাদ প্রচার করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ