Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআনের হাফেজদের জন্য পুরস্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। মুসলিম প্রধান হওয়ার কারণেই দেশটির অনেক যুবক কুরআনে হাফেজ হয়েছেন। অনেকেই খুব অল্প বয়সেই ৩০ পারা কুরআন সম্পূর্ণ মুখস্থ করেন। আর এবার সেই কাজের পুরস্কার পেতে চলেছেন সেই হাফেজরা। ইন্দোনেশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কুরআনে হাফেজদের পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ করে দিচ্ছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, ‘সফলতার পথ’ নামক একটি কর্মসূচির অধীনে তারা এই সুুবিধা পাবেন। যার আলোকে নির্দিষ্ট কিছু বিষয়ে হাফেজ ছাত্ররা ভর্তি হতে পারবে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শতকরা ১১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় কুরআনে হাফেজদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে। কুরআনে হাফেজদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ করে দেয়ার তালিকায় ইন্দোনেশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে। ওই তালিকায়- বোগোর কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে। ইন্দোনেশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে এ ধরনের বিশেষ প্রস্তাব নতুন কিছু নয়। গত মাসে দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি ভেটেরান জাকার্তা এক ঘোষণায় ইউটিউবারদের জন্য বিশেষ ভর্তি স্কিম ঘোষণা করে। ওই ঘোষণা অনুযায়ী কোনো ইউটিউবারের কমপক্ষে ১০ হাজার সাবস্ক্রাইবার থাকলে তারা বিশেষ ভর্তি স্কিমের আওতায় ভর্তি হতে পারবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকার্তা পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ