মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্কুলে প্রবেশ করতে হলে মুসলিম মেয়েদের হিজাব বা মুখ ঢেকে রাখার পর্দা খুলে নেয়া হচ্ছে। নাইজেরিয়ার একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। মুসলিম মেয়েদের হিজাব খুলের নেয়ার দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ইবাদন শহরের দ্য ইন্টারন্যাশনাল স্কুলে ঘটেছে এই ঘটনা। ৪৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, ওই স্কুলের এক শিক্ষক এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলতে।তিনি বলেন, ‘তাদের জাহান্নামে যেতে দাও।’ তবে ওই শিক্ষক বলেন, মেয়েরা স্কুলের বাইরে হিজাব পরতে পারবে। এ ঘটনায় মুসলিম মেয়েদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে অনেকে উল্লেখ করেছেন। আবার কেউ বলেছেন, স্কুল মসজিদ বা চার্চ নয়। তাই স্কুলের ইউনিফর্ম পড়ে স্কুলে যাওয়া উচিৎ। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।