Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুসলিমদের আইন বিষয়ে পড়াশোনা করার পরামর্শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মুসলিমদের আইন নিয়ে পড়াশোনার পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, মুসলমিদের আইন ভালো করে বোঝা উচিত, আর তাই মুসলিমদের আইন নিয়ে পড়াশোনা করা প্রয়োজন। আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতে মুসলমানদের আইনজীবী প্রয়োজন। নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে, এবং আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে। তিনি বলেন, আমি আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিসও করতে পারি না। আল্লাহ যে সম্মান দিয়েছেন তা ধরে রাখুন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন কি-না তাও দেখতে হবে। আমিও চাই চীনের চেয়ে ভারত যাতে আরো এগিয়ে যেতে পারে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ