Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সুলভমূল্যে পণ্যবিক্রি করছে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রমজান উপলক্ষে ‘ফেয়ার প্রাইসে’ ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার (সিএমসিসিআই)। প্রতিকেজি চাল ২০ টাকায়, চিনি ৪৫ টাকায় ও দুই লিটার সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানজুড়ে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চেম্বার কার্যালয়ের সামনে যে কেউ এসব পণ্য কিনতে পারবেন। প্রত্যেকে দুই কেজি চিনি, পাঁচ কেজি চাল ও দুই লিটার সয়াবিন তেল নিতে পারবেন। গতকাল (শুক্রবার) সকাল ১০টায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এএম মাহাবুব চৌধুরী এবং পরিচালক হাজি এম এ মালেক প্রমুখ। খলিলুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার আলোকে সিএমসিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকে রমজান মাসে গরিব লোকজন ও রোজাদারদের সুবিধার্থে ভর্তুকি মূল্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। সহ-সভাপতি মাহবুব চৌধুরী এ ধরনের কার্যক্রমে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিগগির আরও কয়েকটি স্থানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুলভমূল্যে পণ্যবিক্রি করছে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ