Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারদলীয় নেতাকর্মীদের হাতে ভূমি কর্মকর্তা প্রহৃত

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : একটি তুচ্ছ ঘটনায় বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের এক নেতার নির্দেশে তার কর্মী সমর্থকদের হাতে বেদম মারপিটের শিকার হয়েছেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো: মজিবুর রহমান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মারপিটের শিকার ভূমি সহকারী মজিবুর রহমান বাদী হয়ে উপজেলা সদরের মীরের চক এলাকার মকবুল হোসেন এর ছেলে এমদাদুল হক ও একই এলাকার আফতাব আলীর ছেলে তরিকুল ইসলামের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের জনৈক এক নেতার নির্দেশে আসামীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক একটি ভ্রাম্যমান আদালতের কপি আনতে গেলে বাদী মজিবুর রহমান অফিসের কাজে ব্যস্ত থাকায় উক্ত কপি দিতে দেরী করার অপরাধে ১ জুন দুপুরে খাবার শেষে অফিসের ফেরার পথে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে আটক করে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বেদমভাবে প্রহার করে। এতে মজিবর রহমান গুরুতর অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট দ্রুত ঘটনাস্থল থেকে মজিবর রহমানকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে ভর্তি করে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারদলীয় নেতাকর্মীদের হাতে ভূমি কর্মকর্তা প্রহৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ