বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুর থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্র রাব্বি হোসেন (১৩) এবং রাহেল হোসেনকে (১২) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফরম থেকে তাদের উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাদের অপহরণ করা হয়েছিল না তারা স্বেচ্ছায় পালিয়ে ছিল সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিখোঁজ রাব্বি হোসেনের বাবা মুকুল হোসেন জানান, লালপুর উপজেলার আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাব্বি হোসেন ও তার মামাতো ভাই করিমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাহেল হোসেন গত ২৫ মে একসাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদেন কোন সন্ধান পাওয়া যায় না। বিষয়টি নিয়ে লালপুর থানা একটি অভিযোগও দেওয়া হয়। এরই মাঝে গত ৩০ মে মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কথিত অপহরণকারীরা। এ অবস্থায় বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা পরিশোধ করা হয়। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার রাত একটার দিকে কমলাপুর রেল স্টেশনে রাবিব ও রাহেলের কান্নাকাটি দেখে রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বিষয়টি লালপুর থানা পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।