Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৩:৪৩ পিএম

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এরশাদুল হক (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৫/২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদুল পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার মৃত এহছানুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, এরশাদুলসহ কয়েকজন যুবক গরু আনতে বুড়িমারী ৮৪৫/২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে যান।

ভোরে গরু নিয়ে ফেরার পথে ওই সীমান্তের প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে চেংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন এরশাদুল। তাকে উদ্ধার করে তার সহযোগীরা দেশে ফেরার পথে এরশাদুলের মৃত্যু হয়। লাশ উদ্ধার করতে সীমান্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফের গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ