Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উপস্থাপিকার ‘অ্যাপল’ জ্ঞান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে ‘অ্যাপল’ ফোনকে ভুল করে খাওয়ার ‘আপেল’ ভেবেছিলেন এক উপস্থাপিকা। আর এ বিষয়টি নিযে টুইটার মজে আছে পাকিস্তানের ওই উপস্থাপিকার কান্ডে।
টিভি অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’ নিয়ে। সে অনুষ্ঠানের উপস্থাপিকা বলছিলেন আপেলের কথা! আলোচক অ্যাপলের আয় নিয়ে কথা বলার সময় ওই উপস্থাপিকা বলেন, এখন আপেলের দাম বেড়ে গেছে।

অনেকেই আছেন, যারা প্রতিষ্ঠান অ্যাপল ও আপেল ফলের মধ্যকার পার্থক্য বুঝতে পারেন না। কিন্তু টেলিভিশনে লাইভ আলোচনার মধ্যে কেউ যদি এমন ভুল করেন, তাহলে কি তার রক্ষা আছে? এ ভাইরাল সোশ্যাল মিডিয়ার যুগে রক্ষা পাননি পাকিস্তানি ওই টিভি উপস্থাপিকাও। অ্যাপল ও আপেলের মধ্যে বিভ্রান্ত হওয়ার বিষয়টি এখন সোশ্যাল মাধ্যমগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নারী উপস্থাপিকা এক প্যানেলিস্টকে নিয়ে অ্যাপলের ব্যবসা বিষয়ে আলোচনা করছিলেন। প্যানেলিস্ট বলছিলেন, ‘পাকিস্তানের বাজেটের চেয়ে অ্যাপলের আয় বেশি। এমন সময় ওই উপস্থাপিকা বলেন, ‘হ্যাঁ, আমি শুনেছি একটা অ্যাপলও এখন অনেক দামি।’ এ কথা শুনে হতভম্ব প্যানেলিস্ট উপস্থাপিকার ভুল ধরিয়ে দিয়ে বলেন, ‘আমরা অ্যাপলের ফোন নিয়ে আলাপ করছি। ফল নিয়ে নয়।’

পাকিস্তানে কোনো টিভি উপস্থাপকের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনা প্রথম নয়। কয়েক দিন আগে দেশটির খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের সংবাদ সম্মেলন দেখে পুরো টুইটার সমাজ হাসিতে ফেটে পড়ার ঘটনা ঘটে।

ফেসবুকে সংবাদ সম্মেলনের লাইভ প্রচার করার সময় ক্যাট ফিল্টার চালু হয়ে যায়। লাইভের সময় ক্যাট ফিল্টার অন থাকায় বিড়ালের কান ও গোঁফ দেখা যায় রাজনীতিবিদ শওকত ইউসুফজায়ির মুখে। লাইভটা প্রচার করছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম। তারা লাইভ ভিডিও প্রচার করার সময় ক্যাট ফিল্টার বন্ধ করতে ভুলে যায়। সূত্র : দ্য ওয়ার্ল্ডনিউজ ডটনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ