Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার মায়েরা রাস্তায়

আলোচনায় যেতে চাইছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

এবার সন্তানদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন হংকংয়ের মায়েরা। শুক্রবার অপরাধী প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে তারা বিক্ষোভ র‌্যালি করেন। গত এক মাস ধরে প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, বিলটি আইনে রূপ নিলে কোনো অপরাধীর বিচারের জন্য মূল ভূখন্ড চীনে পাঠানো যাবে। এতে হংকংয়ের স্বায়ত্তশাসনের ওপর চীনা হস্তক্ষেপ সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে। আন্দোলনের মুখে চীনপন্থী হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটি পার্লামেন্টে উত্থাপন স্থগিত রাখেন। তবে তিনি বিলটি সম্পূর্ণ প্রত্যাহার করতে রাজী হননি। এর পরিপ্রেক্ষিতে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার ব্যাপক বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন দখল করে সেখানে ভাঙচুর করে এবং পার্লামেন্টের দেয়ালে চীনবিরোধী গ্রাফিতি আঁকে। বৃহস্পতিবার অবশ্য ল্যাম শিক্ষার্থীদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। তবে একে রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব বলে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং এক আন্দোলনকারীর মা ৪০ বছরের ক্যারিনা ওয়ান বলেন, ‘তরুণরা ইতোমধ্যে আমাদের জন্য অনেক করেছে। আমাদের অন্তত একবার তাদের জন্য দাঁড়ানো প্রয়োজন। আমি তাদের জন্য অত্যন্ত মর্মাহত। তাদের কিছুটা সহিংস দেখা গেলেও তারা কাউকে আঘাত করেনি।’ তিনি বলেন, ‘আমাদেরকে যে আঘাত করেছে সেটি হচ্ছে সরকার। তারা যদি তরুণদের মুক্তি না দেয়, তাহলে আমরা পাশে দাঁড়ানো অব্যাহত রাখব।’ আয়োজকদের হিসেবে শুক্রবার এই বিক্ষোভ র‌্যালিতে আট হাজার মা অংশ নিয়েছেন। তবে পুলিশের হিসেবে এ সংখ্যা ছিল এক হাজার ৩০০। অপর এক খবরে বলা হয়, গত এক মাসের বিক্ষোভের পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যেতে চাইছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। বৃহস্পতিবার ল্যামের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা বলেছেন। অপরাধী প্রত্যর্পণ বিল সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে গত এক মাস ধরে বিক্ষোভ করে আসছে হংকংয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গণতন্ত্রপন্থী সংগঠনগুলোও যোগ দেয়। আন্দোলনের মুখে প্রত্যর্পণ বিল পার্লামেন্টে উত্থাপন স্থগিত রাখেন চীনপন্থী হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তবে তিনি বিলটি সম্পূর্ণ প্রত্যাহার করতে রাজী হন নি। এর পরিপ্রেক্ষিতে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার ব্রিটেনের শাসন থেকে মুক্ত হয়ে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার ২২ বছর পূর্তিতে ব্যাপক বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন দখল করে সেখানে ভাঙচুর করেছে এবং পার্লামেন্টের দেয়ালে চীন বিরোধী গ্রাফিতি এঁকেছে। এক ই-মেইলে ল্যামের এক মুখপাত্র বলেছেন, ল্যাম ‘স¤প্রতি বৈঠকের জন্য বিভিন্ন পটভূমি থেকে আসা তরুণদের আহ্বান জানিয়েছেন, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সা¤প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা রয়েছেন।’ বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • তানবীর ৭ জুলাই, ২০১৯, ১০:০০ এএম says : 0
    এভাবে প্রতিবাদ হওয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ