Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট বের করলেই শাস্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন প্রদেশে অতিরিক্ত গরম পড়েছে। একটু স্বস্তি পেতে পার্ক, বাস কিংবা অন্য কোথাও বসে শরীরের জামাটি উপরে উঠিয়ে পেট বের করে রাখেন অনেক চীনা পুরুষ। তবে শানডং প্রদেশের জিনান শহর কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এটি অসভ্যতা এবং এ ধরণের কাজ করলেই পেতে হবে শাস্তি। চীনা পুরুষদের পেট বের করে বিশ্রাম নেওয়ার ভঙ্গিটিকে অনেকে ‘বেইজিং বিকিনি’ বলে থাকেন। গরমের সময় সড়ক, পার্ক কিংবা পর্যটন এলাকাগুলোতে চীনা পুরুষদের এটি সাধারণ আচরণ। স¤প্রতি এই ‘অসভ্য আচরণ’ বন্ধে নোটিস জারি করেছে নগর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভাষ্য এতে ‘নগরীর ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষুন্ন হচ্ছে।’ জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পার্ক, জনসমাগমপূর্ণ মোড়, বাস, দর্শনীয় স্থান এবং বাণিজ্য এলাকাসহ জনসমাগমপূর্ণ স্থানগুলোতে এ ধরণের আচরণ করলে শাস্তির সম্মুখীন হতে হবে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ