Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে গোলাগুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে প্রচন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলি হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল দেবেন্দর আনন্দ বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনী প্রথমে ছোট অস্ত্র এবং পরে মর্টার নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করা হলেও পাকিস্তানি সেনাবাহিনী এ ঘটনায় এখনও কোনও বিবৃতিতে দেয়নি। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্কে তিক্ততা চলে আসছে। তবে সা¤প্রতিক মাসগুলোতে উভয় দেশের মধ্যে এই তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাশ্মীরের পুলাওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর পর জঙ্গি হামলা এবং এর জবাবে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর এই তিক্ততার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এএনআই, আইএএনএস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ