মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি পদ ছাড়ার পর সিনেমা দেখতে গেলেন রাহুল গান্ধী। বুধবার পদত্যাগের কারণ ব্যাখ্যা করে টুইট করেন তিনি। এরপরই দিল্লির একটি হলে গিয়ে আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ১৫’ দেখেন রাহুল। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, তার এই সিনেমা দেখতে যাওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে নেটিজেনের প্রশংসাই পেয়েছেন রাহুল। পরিচালক অনুভব সিনহার আর্টিকেল ১৫-এ দেখানো হয়েছে, জাতিভেদ আমাদের সমাজে কী রকম প্রভাব ফেলে। সেটাই ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান খুরানা-সহ অন্যান্য অভিনেতারা। নয়াদিল্লির পিভিআর চাণক্য হলে দেখা যায় রাহুল গান্ধীকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শো শুরুর আগে পাশে বসা একজনের সঙ্গে কথা বলছেন, পপকর্ন খাচ্ছেন। তবে রাহুলের সঙ্গে পরিচিত কেউ গিয়েছিলেন নাকি অপরিচিত কারও সঙ্গে কথা বলছেন তা জানা যায়নি। রাহুলের হলে গিয়ে এভাবে সিনেমা দেখার ঘটনা সামনে আসার পর অনেক মানুষ প্রশংসা করেছেন। কেউ বলেছেন সত্যিকারের নেতা। আবার কেউবা তাকে মাটির মানুষ হিসেবে উল্লেখ করেছেন। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।