Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাকিস্তান আরেকটি কারগিল যুদ্ধে যাবে না : বিপিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

আরেকটি কারগিল যুদ্ধে যাবে না পাকিস্তান। এ মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি শুক্রবার ২০ বছর আগে কারগিল যুদ্ধ ‘অপারেশন বিজয়’ স্মরণে বক্তব্য রাখছিলেন। এ সময় বিপিন রাওয়াত বলেন, দুই দশক আগে যেভাবে কারগিলে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানি সেনারা, তারা আর সেভাবে অনুপ্রবেশের সাহস দেখাবে না। কারণ, ওই সময় এর পরিণতি তারা দেখেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। বিপিন রাওয়াত আরো বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের এমন কোনো সীমান্ত নেই, যে সীমান্ত ‘আনগার্ডেড’ পড়ে আছে। আমাদের নজরদারিকারী টিম কঠোরভাবে দৃষ্টি রাখছে এবং নিয়মিত এসব এলাকায় প্রহরা দিচ্ছে। তার ভাষায়, আমি এটা বলতে পারি যে, আগামী দিনগুলোতে বা বছরগুলোতে অনুপ্রবেশের কোনো সাহস দেখানোর উদ্যোগ নেবে না পাকিস্তান। ওদিকে নতুন একটি সমন্বিত যোদ্ধা গ্রুপ সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারতের সেনাবাহিনী। এই গ্রুপটি পাকিস্তান ও চীন সীমান্তে তড়িঘড়ি করে অপারেশনে যেতে পারবে এবং সীমান্তের ওপাড়ে হামলা চালাতে পারবে। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ