প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রদীপ্ত ভট্টাচার্য ঋত্বিক চক্রবর্তীকে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’র শুটিং শেষ করেছেন এখন ফিল্মটি আছে সম্পাদকের টেবিলে। আর এর মধ্যে অঞ্জন দত্ত ঘোষণা দিয়েছেন তিনিও ‘শ্রীকান্ত’ নির্মাণ করবেন। এজন্য তিনি ‘ব্যোমকেশ’ চলচ্চিত্রটি ছেড়ে দেবেন। উল্লেখ্য ‘শ্রীকান্ত’র মত ‘ব্যোমকেশ’ নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ায় আছে টালিগঞ্জে। উল্লেখ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করা হলেও অঞ্জন ২০২০ সালের উপযোগী করে নির্মাণ করবেন। চারটি পর্বে এই কাহিনী বিস্তৃত হবে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুপ্রভাত। তিনি এর আগে ‘আমি আসব ফিরে’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘ফাইনালি ভালবাসা’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। অঞ্জনের ‘শ্রীকান্ত’তে অন্নদার চরিত্রকে ফ্ল্যাশব্যাকে দেখান হবে। আগামী বছর শুটিং শুরু হবে। প্রদীপ্ত’র ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’তে রাজলক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শ্রীকান্ত’র ছোটবেলার চরিত্রে দেখা যাবে সোহম মিত্রকে। চলতি বছরের শেষে ফিল্মটি মুক্তি পেতে পারে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনা ও অভিনয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে সায়েন্স ফিকশন ‘বনি’র শুটিংয়ে পরমব্রত ও কোয়েল মল্লিকের সঙ্গে অভিনেতা হিসেবে অঞ্জন এখন ইতালিতে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।