প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হ্যালি বেলির নাম কেউ কেউ হ্যালি বেরির সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। বিষয়টি অস্কারজয়ী হ্যালিও নিশ্চয় খেয়াল করেছেন। হ্যালি বেলি সম্প্রতি ডিজনির ‘লিটল মারমেইড’-এর লাইভ-অ্যাকশন রিমেকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাতে বেরি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। হ্যালি বেলি রব মারশাল পরিচালিত চলচ্চিত্রটিতে আরিয়েলের ভূমিকায় অভিনয় করবেন। শোবিজে বেলি অবশ্য নতুন নন। আপন বোনকে নিয়ে তিনি আর অ্যান্ডবি ব্যান্ড ক্লোয়ি অ্যান্ড হ্যালির সদস্য। ডিজনির চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের সুযোগ পাবার পর বেরি (৫২) বেলিকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বেরি টুইটে লিখেছেন : “যদি তোমাকে মনে করিয়ে দিতে হয়... হ্যালিরা কিন্তু কাজ সাফল্যের সঙ্গে পূর্ণ করে। ক্লোয়ি অ্যান্ড হ্যালিকে এই অসাধারণ সুযোগ লাভের জন্য অভিনন্দন, তোমার কাজ দেখার জন্য তর সইছে না!” বেলি (১৯) জবাবে লিখেছেন : “এর মূল্য আমার কাছে বিশাল। নামে মিল থাকায় আনন্দিত ... আপনাকে অনেক ভালবাসি।” ‘লিটল মারমেইড’ হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের কল্পকাহিনী, যাতে মৎস্যকন্যা আরিয়েল রাজপুত্র এরিকের প্রেমে পড়ে। ফিল্মটিতে আরও থাকবেন র্যাপ গায়িকা অকোয়াফিনা এবং জেকব ট্রেম্বলে। ডাইনি উরসুলার ভূমিকায় অভিনয় করবেন মেলিসা ম্যাকার্থি। ২০২০-এর শুরুতে চলচ্চিত্রায়ন শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।