Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভোগের বাজেট আখ্যা দিয়ে জামায়াতের প্রত্যাখ্যান

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অতি উচ্চাভিলাষী, দুর্ভোগ এবং দুর্দশার বাজেট বলে আখ্যায়িত করে এটাকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত বৃহৎ বাজেটে বৃহৎ ঘাটতি হিসেবে ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। কিন্তু এ ঘাটতি কোথা থেকে পূরণ করা হবে তা নির্দেশ করা হয়নি।
তিনি বলেন, প্রস্তাবিত এ বাজেটে দেশি ও বিদেশি ঋণ প্রাপ্তির আশায় উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বাজেটের ২৯ শতাংশই ঘাটতি বা ঋণ নির্ভর। প্রস্তাবিত বাজেটের ঘাটতির ৩৮ হাজার ৯৪৭ কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়ে পূরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগের বাজেট আখ্যা দিয়ে জামায়াতের প্রত্যাখ্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ