Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ কর্মীকে পেটানো চট্টগ্রামে আরো একজন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনী এলাকায় প্রকাশ্যে যুবলীগ কর্মী মোহাম্মদ মহসিনকে নির্মমভাবে পেটানোর ঘটনায় জড়িত আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে মোশাররফ হোসেন তুহিন নামে এই আসামীকে গ্রেফতার করা হয়। মহসিনকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় সে ছয় নম্বর আসামী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার দিন সেই প্রথম মহসিনের ওপর হামলা করে। এ নিয়ে এই মামলায় মোট ছয় জনকে গ্রেফতার করা হলো।
গত ২৯ জুন বিকেলে নগরীর বিশ্বকলোনী এন বøক এলাকায় যুবলীগ কর্মী মহসিনকে লাঠি রড দিয়ে বেধড়ক পেটায় দলীয় প্রতিপক্ষের লোকজন।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে। গুরুতর আহত মহসিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগের দুই নেতার বিরোধে এই ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ কর্মীকে পেটানো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ