Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বে বাংলাদেশী বিনোদনমূলক কন্টেন্ট পৌঁছে দেবে জিফাইভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশী বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেয়ার প্রতিশ্রæতির কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বজুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ। সম্প্রতি রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সাথে এক যৌথ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং এর মাধ্যমে এদেশের কনটেন্টগুলো বৈশ্বিক দর্শকদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনার কথা জানান জিফাইভ গেøাবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফর্মটি। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করবে তারা। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে জিফাইভ। জি ইন্টারন্যাশনাল ও জিফাইভ গেøাবালের সিইও অমিত গোয়েনকা বলেন, বিশ্বব্যাপী আমাদের সেবা পৌঁছে দেয়া এবং সম্ভাবনাময় প্রধান প্রধান বাজারগুলোতে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এক্ষেত্রে এসব বাজারে পারস্পরিক আলোচনার ক্ষেত্র তৈরি করাটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের বাজারে রবি ও এয়ারটেলের সাথে আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্বের ঘোষণা এবং গুরুত্বপূর্ণ এই বাজারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিতে পেরে আমরা আনন্দিত। জিফাইভ গেøাবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, বাংলাদেশের বাজারকে আমরা যথেষ্ট প্রাধান্য দেই। এখানকার দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। বাংলাদেশী দর্শকদের জন্য আমাদের প্ল্যাটফর্মটিতে রয়েছে বাংলা ভাষায় নির্মিত বহু সমৃদ্ধ কনটেন্ট। এগুলোর মধ্যে জিফাইভ’র অরিজিনাল কনটেন্টসহ রয়েছে সিনেমা, টিভি শো এবং জিবাংলার মতো চ্যানেলের লাইভ স্ট্রিমিং। প্ল্যাটফর্মটির শোগুলোর জন্য স্থানীয় শিল্পী ও নির্মাতাদের সাথে নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজের পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। জিফাইভ’র মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌছে যাবে এ কনটেন্টগুলো। রবি ও এয়ারটেল গ্রাহকরা একই সাথে পাঁচটি ডিভাইস-মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদির মাধ্যম জিফাইভ’র বিনোদনমূলক কন্টেন্ট উপভোগ করতে পারবেন। দেশজুড়ে রবি’র ৪.৫জি অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। জি’ফাইভ’র সাবসস্ক্রিপশন প্যাকের অংশ হিসেবে বাংলা কনটেন্টের এক সমৃদ্ধ লাইব্রেরিসহ ১৭টি ভাষার এক লাখ ঘন্টারও বেশি সময়ের বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। জিফাইভ’র অরিজিনালের মধ্যে রয়েছে অপরাধ, রোমহর্ষক, গল্প ও কমেডি-নির্ভর সব কনটেন্ট। এছাড়া জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা’র মত ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে প্ল্যাটফর্মটির সমৃদ্ধ লাইব্রেরিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ