প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনয়, মডেলিংয়ের পর এবার রেডিও জকি (আরজে) হিসেবে আত্মপ্রকাশ করছেন সঙ্গীতশিল্পী পড়শী। বেসরকারি রেডিও স্টেশন জাগো ৯৪.৪ এফএম এর একটি অনুষ্ঠানে নিয়মিত কথাবন্ধুর আসনে বসবেন তিনি। অনুষ্ঠানটির নাম ব্রেভার প্রেজেন্টস ‘পড়শী নাইটস অন্য রকম ফিলিংস’। ইতোমধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাগো নিউজকে পড়শী বলেন, খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো এটা ভেবে। তাছাড়া আমার ভক্তদের সঙ্গে এর মাধ্যমে সরাসরি কথা বলতে পারবো, তাদের পাঠানো ক্ষুদে বার্তার উত্তর দিতে পারবো। এছাড়াও গানের অনুরোধ তো থাকবেই। আশা করছি সবমিলিয়ে চমৎকার একটি অনুষ্ঠান হবে এটি। আগামীকাল থেকে প্রতি রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পড়শীর সঞ্চালনায় চলবে অনুষ্ঠানটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।