Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:৫৯ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছেন দলটির নেতাকর্মীরা। 


শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অনশন চলে দুপুর ১২টা পর্যন্ত।  

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি আয়োজিত এই প্রতীকী অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 অনশনে উপস্থিত ছিলেন বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চোধুরী, সাধারণ শহিদুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন পেশাজীবী নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ