Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতালোভী সরকার সাধারণ মানুষের কথা ভাবে না -নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:৫৮ পিএম

সাধারণ মানুষ এই সরকারের বিবেচনায় নাই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যাদের দিয়ে রাতের অন্ধকারে ভোট কাটা যায়, যাদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, যাদেরকে দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়, ক্ষমতালোভী সরকার তাদের জন্য বাজেটে বরাদ্দ দিয়েছে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ এই সরকারের বিবেচনায় নাই। কারণ সাধারণ মানুষের ভোট তো এই সরকারের প্রয়োজন হয় না। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে যায়। তাহলে মানুষকে খুঁশি করার কি দরকার? যারা ফুটপাতে ঘুমায়, যারা ছোট ব্যবসা করে, ছোট চাকরি করে, যারা সাধারণ মানুষ তাদের জন্য বাজেটে কোনও বরাদ্দ নাই।’

শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে যদি মা-বোনেরা কষ্টে থাকে, পেশাজীবীরা কষ্টে থাকে, হুজুররা কষ্টে থাকে, গ্রামে উপজেলায় যারা আছে তারা যদি কষ্টে থাকে তাহলে সুখে আছে কে? আজ সুখে আছে কি বাংলাদেশে? সুখে আছে বাংলাদেশের তারা যারা হাজার হাজার কোটি লুট করে বিদেশে পাচার করেছে। সুখে আছে তারা যারা সরকারি প্রভাব কাটিয়ে প্রতিদিন লক্ষ কোটি টাকা উপার্জন করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আজ নিঃশেষ হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যারা গ্যাস দিয়ে কারখানা চালায় তারা ব্যবসা করতে পারবে না। কারণ গ্যাসের দাম ৪৪ পারসেন্ট বেড়ে গেছে। আর যদি গ্যাস কিনে ব্যবসা করতে হয় উৎপাদিত পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে। সেটাও এসে সাধারণ মানুষের ওপর পড়বে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হয়ে গেছি।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের এ অবস্থার পরিবর্তন চায় মানুষ। সরকারের গণবিরোধী আচরণের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়ার জন্য আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভীষণ দরকার। আর এজন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে।’

মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এসময় আরও বক্তব্য দেন- বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা ও মহিলা দলের নেত্রী অপর্ণা রায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নজরুল ইসলাম খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ