Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল ম্যাচে বাজে রেফারিং : আর্জেন্টিনার অনুষ্ঠানিক অভিযোগ

কোপা আমেরিকা ২০১৯

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১০:৫০ পিএম

কোপা আমেরিকার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। এর ফলে ১৯৯৩ সালের পর বড় কোন শিরোপা জয়ের স্বপ্ন আর্জেন্টাইনদের কাছে আরো দীর্ঘ হলো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। রেফারির গুরুতর কিছু ভুলের বিপক্ষে এবার দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল’এ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন। এএফএ সভাপতি ক্লডিও তাপিয়া আর্জেন্টিনার সমর্থনে ছয় পাতার একটি চিঠি কনমেবলে পাঠিয়েছে।

এর আগে ইকুয়েডরের রেফারি রডি জামব্রানোর বিপক্ষে মেসি বেশ কিছু বাজে সিদ্ধান্তের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তাপিয়া বলেছেন জামব্রানো অন্তঃত দুটি সুনির্দিষ্ট ঘটনায় কৌশলে ভিএআর ব্যবহার এড়িয়ে গেছেন। এতে করে ম্যাচের স্বচ্ছতা, নৈতিকতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রেফারি হিসেবে জামব্রানোর অতীত ইতিহাস খুব একটা ইতিবাচক নয়। এ কারনেই তাপিয়া আগেও এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে জামব্রানোকে দায়িত্ব দেয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ