Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে ঢাবিতে কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতামত ও সুপারিশ প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজী বিভাগের এমিরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট ‘শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন। গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় বলে বিশ^বিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১০ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন, পল্লী কর্মসংস্থান সংস্থার চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রাক্তন প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রান বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. হাসিনা খান, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. জেসমিন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. হাসিনা শেখ, ডাকসু’র সহ-সভাপতি মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। আইসিটি সেলের পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা ও গবেষণার মান এবং সার্বিক পরিবেশ পর্যালোচনাপূর্বক গুণগতমান উন্নয়নের জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ