Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আইনমন্ত্রীর নেতৃত্বে সুপারভাইজারি কমিটি গঠন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের লক্ষ্যে ‘সুপারভাইজারি কমিটি’ করেছে আইনমন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে এ কমিটি গঠিত হয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রির নিজ দপ্তরে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনিসুল হক। পরিচালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। এতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থা প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। সভায় আইনমন্ত্রী জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ, মানবিকতা, দেশপ্রেম এবং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলী তুলে ধরে কর্মসূচি গ্রহণ করতে বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কি কি আইন করেছিলেন এই আইনগুলো করতে গেলে রাতারাতি এই গুলো আইন হয়ে আসেনা। একটা মানুষ যদি আগে থেকেই স্বাধীনতার চিন্তা না করে তাহলে পরে এই আইনগুলো হতো না। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো আর ১৫ জানুয়ারি এগুলো হয়না। এগুলো চিন্তা করতে হয় অনেক আগে থেকে। তাই এই বিষয়গুলো তুলে ধরতে হবে। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রীর নেতৃত্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ