Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলকে সুসংগঠিত করতে সারাদেশে প্রতিনিধি সভা করা হবে

বিভাগীয় প্রতিনিধি সভায় আমু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার সেই লক্ষ্য নিয়ে অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু দলকে জনগণের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের তাগিদ দেন।
বিভাগীয় প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে এ সম্মেলনে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর নেতৃবৃন্দ ছাড়াও সংসদ সদস্যরা অংশ নেন।
আমীর হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। যার প্রমাণ এই দক্ষিণাঞ্চল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী অবহেলিত এই অঞ্চলের চিত্র পাল্টে দিয়েছেন। বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য হাফিজ মল্লিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করীম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলকে সুসংগঠিত করতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ