Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণের টাকার জন্য আটক রাখার অভিযোগ

মো. আবুল হাসেম, বরুড়া (কুমিল্লা) থেকে : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

কুমিল্লার বরুড়ায় উদ্দীপনের ম্যানেজার ইলিয়াছ আহমেদের বিরুদ্ধে মায়ের ঋণের টাকার জন্য শিশুসহ মেয়েকে ৫ঘন্টা আটকে রেখে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পিংকি বরুড়া উপজপলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের রহিজলের মেয়ে। গত বুধবার দুপুর ১ টার দিকে উদ্দীপনের মহিলা কর্মী শিবানী পিংকি আক্তারের শ্বশুড় বাড়িতে গিয়ে কথা আছে বলে তাকে বরুড়া পৌর এলাকায় অবস্থিত উদ্দীপন বরুড়া শাখা-১ এর অফিসে নিয়ে আসে। পরে শিশু সন্তান ও শাশুড়িসহ পিংকিকে প্রায় ৫ ঘন্টা আটকে রাখে অফিসের লোকজনসহ বরুড়া শাখার উদ্দীপনের ম্যানেজার ইলিয়াছ আহমেদ। এসময় মহিলা কর্মী শিবানী ও কর্মী মফিজ তার সাথে বিভিন্ন ধরণের দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা করে। তার কাছ থেকে জোড় করে কাগজে স্বাক্ষর ও টিপসই রাখে। উদ্দীপন অফিসে এসে জানতে পারে তার মায়ের নামে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেয় এবং নিয়মিত ঋণ পরিশোধ করে আসছে। গত জুন ২০১৯ এর কিস্তি বকেয়া পড়ায় তার মাকে অফিসে হাজির না করলে তাকে ছাড়া হবে না। এ ব্যাপারটি বিভিন্ন মহলে জানা যানি হলে, ৫ ঘন্টা পর স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঋণের টাকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ