রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের ভজনপুর বাজারের হোটেল রেস্তোরাঁয় পচাবাসি খাবার বিক্রি হচ্ছে অবাদে দেখার কেউ নেই। এসব খেয়ে মানুষ পেটের পীড়াসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। জেলার তেঁতুলিয়া উপজেলার ব্যস্ততম বাজার ভজনপুরের প্রায় সব হোটেলে পচাবাসি, ভাত, মাছ, মাংস, সব ধরনের নাস্তা বাসি হলেও তা বিক্রি করে আসছে অসাধু মালিকরা। এছাড়া ও হোটেল বয়দের শরীরের নানা রোগের প্রকোপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে হোটেলের অভ্যন্তরে নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে রান্নার কাজ চলে অনায়াসে। যা চোখে দেখলে মানুষের হোটেলে খাবার প্রতি রুচি থাকবে না। এভাবেই চলছে হোটেলগুলো। মানুষ কাজ ও সময়ের অভাবের কারণে এসব খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে, খাবার বাসি, নোংরা পরিবেশ, বয়দের নোংরা হাত ও শরীর, থালাবাটি গ্লাস অপরিষ্কার রান্নার ঘর অপরিচ্ছন্ন। এগুলো দেখার জন্য স্বাস্থ্য বিভাগ থাকলেও তারা কখনো এসব হোটেলে গেছে কিনা তা কারো জানা নেই। বছরের পর বছর এভাবেই চলছে। এজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট চালানোর দাবি করেছে এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।