Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ভোটের ডিউটি - আনসারদের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা

আশাশুনি উপজেলায় ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার এবং পিসি ও এপিসিদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। গতকাল (রবিবার) উপজেলা আনসার-ভিডিপি অফিসে টাকা বিতরণ করা হয়। টাকা বিতরণে অনিয়মের অভিযোগে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দায়িত্বপালনকারী পিসি ও এপিসি ২০৮ জনকে ১৬৯০ টাকা করে এবং ১৫৬০ জন আনসারকে ১৫৭০ টাকা করে প্রদান করা হয়েছে। উপস্থিত আনসাররা অভিযোগ করে বলেন, তাদের নাম তালিকাভুক্ত করার জন্য ইতিপূর্বে ৫০০ টাকা করে এবং রক্ত পরীক্ষা বাবদ ২২ টাকা মোট ৫২২ টাকা করে অগ্রিম গ্রহণ করা হয়েছিল। ডিউটির ২/৩ দিন পর তাদের কাছ থেকে টাকার অংক না লিখে টাকা প্রাপ্তির সিটে স্বাক্ষর করে নেয়া হয়েছিল। ফলে তারা কত টাকা পেয়ে স্বাক্ষর করেছে তা বুঝার সুযোগ ছিল না। তাদের দাবি পিসি-এপিসিদের ১৬৯০ ও আনসারদের ১৫৭০ টাকা করে দেয়া হলেও তাদের জন্য বরাদ্দ হয়েছে ২০০০ টাকার উপরে। এ ব্যাপারে টাকা বণ্টনকাজে দায়িত্বপালনকারী ইউএভিডিও (কালিগঞ্জ) অহেদুজ্জামান জানান, পিসি, এপিসিকে ৪দিন ডিউটি বাবদ ১৪০০ টাকা, যাতয়াত ভাতা ১০০ টাকা ও খাদ্য বাবদ ২৫০ মোট ১৭৫০ এবং আনসারদের ৪দিনের ডিউটি বাবদ ১২৮০, যাতয়াত ১০০ ও খাদ্য বাবদ ২৫০ মোট ১৬৩০ টাকা করে প্রদান করা হয়, তা থেকে খাদ্য বিলের ভ্যাট বাবদ ১৫%, রেভিনিউ স্ট্যাম্প বাবদ ১০ টাকা মোট ৫৭.৫০ টাকা করে কেটে নেয়ার কথা থাকলেও ২.৫০ টাকা অতিঃ মোট ৬০ টাকা করে কেটে নেয়া হয়েছে, ভাংতি না থাকার কারণে। অতিরিক্ত টাকা মসজিদে দান করে দেয়া হবে। তবে, আনসারদের নিকট থেকে ৫০০ টাকা ও রক্তের পরীক্ষা বাবদ ২২ টাকা করে নেয়ার ঘটনা তার অজানা রয়েছে বলে তিনি দাবি করেন। অতিঃ আদায়কৃত (আড়াই টাকা হিসাবে) ৩,৪২০ টাকা নেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও টাকা প্রদানের সীট দেখতে চাইলে তা সাতক্ষীরার রয়েছে বলে দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে আশাশুনির অলিগলিতে আলোচনার ঝড় বয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশাশুনিতে ভোটের ডিউটি - আনসারদের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ