Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে বাড়ছে কিশোর ধূমপায়ীর সংখ্যা

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার বেতাগীতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ধূমপায়ী কিশোররা। এরপরেও আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর ধূমপায়ীদের সংখ্যা। এদের মধ্যে একটি বিশেষ অংশই ধূমপান করছে প্রকাশ্য জনসম্মুখে। ন্যূনতম নৈতিকতা বোধ হারিয়ে ফেলা এ সকল কিশোররা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে নেই কোন অভিভাবকদের মাঝে সচেতনতা এবং সরকারি আইনের সঠিক বাস্তবায়ন। ফলে কিশোররা বেপরোয়াভাবে ধূমপানে আসক্ত হয়ে পরছে। স্থানীয়রা জানায়, পৌর শহরের প্রাণকেন্দ্র, বাসস্ট্যান্ড, কচুয়া ও শৌল জালিয়া খেয়াঘাট, পৌরভবন এলাকা, বিআরডিবি অফিস সংলগ্ন, ঈদ-গাহ মাঠ, হাসপাতাল, শহীদ মিনার চত্বর, পৌরস্টলেরমত শহরের ২০টি গণসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে অবাধে ধূমপান করতে দেখা যায় কিশোরদের। এমনকি বেতাগী সরকারি কলেজ, বেতাগী মডেল হাইস্কুল এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে ও বাইরে প্রকাশ্য ধূমপানের অহরহ চিত্রও দেখা মেলে। রাজনৈতিক, সামাজিক নেতাদের সন্তান, নামিদামি শিক্ষার্থী থেকে শুরু করে বিপথগামী পথে বেড়ে ওঠা কিশোর সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন ব্রান্ডের সিগারেট। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠন ইকোনোমিক ভিলেজ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-ইভডার সভাপতি সাইদুল ইসলাম মন্টু জানান, বখাটে কিশোররা বিপথগামী হয়ে ধূমপান করলেও অন্যরা একে নিয়েছে ফ্যাশন হিসেবে। এখানকার জনগোষ্ঠীর দাবি আইনের সঠিক বাস্তবায়ন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ কুদরত-ই-খুদা বলেন, ধূমপানে আসক্ত কিশোরা চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতাগীতে বাড়ছে কিশোর ধূমপায়ীর সংখ্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ