Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সদরের কারাদরাপে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৬:২২ পিএম

সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ৮মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ (৩২)কে গণর্ধষণের অভিযোগ উঠেছে। এসময় ভিকটিমের স্বামীর দা’এর কোপে সুলতান আহমদ নামের একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ শুল্লকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের স্বজনদের অভিযোগ, ভিকটিমের স্বামী আব্দুর রহিম একটি কোম্পানিতে চাকুরী করে। প্রতিদিনের ন্যায় বুধবার কাজ শেষে বাড়ীতে এসে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়ে সে। রাত ৩টার দিকে পাশ^বর্তী কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা সুলতান আহম্মদ (৪০) ও কামাল হোসেন (৩২)সহ ৭/৮ জনের একদল চোর তাদের ঘরে সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। এসময় তারা ঘরে থাকা আব্দুর রহিমকে বেঁধে পাশের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে তাদের মধ্যে কয়েকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। পাশের কক্ষ থেকে বের হয়ে আব্দুর রহিম একটি দা নিয়ে তাদের ধাওয়া করে এবং সুলতান আহমদকে কোপ দিয়ে জখম করলেও তারা সবাই পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তারা জায়গা জমি নিয়ে বিরোধ বললেও এখন ধর্ষণের অভিযোগ করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ