Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে শীতকালীন সবজির বাম্পার ফলন : মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে লোকসানে কৃষক

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা: সবজির ভরা মৌসুম চলছে রাজবাড়ীতে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও দাম পাচ্ছে না কৃষক কয়েক হাত বদলের কারণে ক্রেতাদের কিনতে হচ্ছে চড়া দামে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কৃষক হিরু নলিয়া লাভের জন্য ১৫ শতাংশ জমিতে চাষ করেছে লাফা বেগুনের শুরুতে ভালো দাম পেলেও এখন তা বিক্রি করতে হচ্ছে পানির দামে। খরচা বাদ দিয়ে এখন আর থাকছে না কিছুই। মৌসুমের শুরুতে যে বেগুন বিক্রি করেছেন ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে এখন তা নেমে এসেছে ৫ থেকে ৬ টাকা কেজিতে। তার উপর বাজারে নিয়ে গেলে পাইকার পাওয়া যায় না ঠিক মত। উজানচর ইউনিয়নের কৃষক হিরু নলিয়া জানান ১৫ শতাংশ জমিতে বীজ সার কিটনাশক দিয়ে যে পরিমাণ খরচ হয়েছে তা উঠবে না বলে জানান। মাঠ থেকে বেগুন তোলার পর সেই বেগুন মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করেন ৫/৬ টাকা কেজি দরে আর বাজারে গিয়ে সেই বেগুন হয়ে যায় ২০ থেকে ২৫ টাকা কেজি। মুনাফা ভোগ করছেন মধ্যস্বত্ব ভোগীরা। একই অবস্থা পেঁয়াজের গোয়ালন্দের পেঁয়াজ চাষি আব্দুল হালিম জানান, তিনি পেঁয়াজের গুটি মণ প্রতি ২ হাজার টাকা করে ক্রয় করে আবাদ করেন কিন্তু বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ১৫ থেকে ১৬ টাকা কেজি। সবজির এমন দাম থাকলে সামনে কৃষকের আর সবজি আবাদ করা সম্ভব হবে না। রাজবাড়ীতে বর্তমানে মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ফুলকপি ১০ টাকা, পাতাকপি ১০ টাকা। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে এ বছর জেলায় ৫ হাজার ২ শত ২১ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে আর এ থেকে ১ লাখ ৪ হাজার ৪২০ মেট্রিকটন সবজি আবাদ হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল বলেন, বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ধান উৎপাদনে লোকশান হওয়ায় এ উপজেলা কৃষকরা সবজি উৎপাদনে ঝুঁকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়ালন্দে শীতকালীন সবজির বাম্পার ফলন : মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে লোকসানে কৃষক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ